Ridge Bangla

নিউমার্কেটের সিটি কমপ্লেক্সে চুরির ঘটনায় একজন গ্রেপ্তার, টাকা ও সরঞ্জাম উদ্ধার

রাজধানীর নিউমার্কেটের বিশ্বাস বিল্ডার্স সিটি কমপ্লেক্স মার্কেটে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ডিএমপি নিউমার্কেট থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতের নাম মো. আলিম হাওলাদার (৩৬)। তিনি পিরোজপুর জেলার ইন্দুরকান্দি থানার বাসিন্দা। গত শুক্রবার ভোরে বরগুনা জেলার বামনা থানার পূর্ব বলায় বুনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ৪ অক্টোবর রাতে মার্কেটের চতুর্থ ও নিচতলার দোকানের তালা ভেঙে প্রায় ২০ লাখ ৯৯ হাজার টাকা চুরি হয়। পরে মামলার তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় আলিমকে শনাক্ত করা হয়।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য অনুযায়ী ১ লাখ ৪০ হাজার টাকা ও চুরির কাজে ব্যবহৃত কাটা শাবল উদ্ধার করেছে পুলিশ। আদালত তাকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে।

নিউমার্কেট থানার ওসি একে এম মাহফুজুল হক জানান, এ ঘটনায় আরও যেসব ব্যক্তি জড়িত, তাদের গ্রেপ্তার ও চুরি হওয়া বাকি টাকা উদ্ধারে অভিযান চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৬

আরো পড়ুন