Ridge Bangla

নিঃশর্ত যুদ্ধবিরতি’তে সম্মত হলো থাইল্যান্ড ও কম্বোডিয়া: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

সীমান্ত সংঘাতের অবসানে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সোমবার কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশের নেতাদের বৈঠকের পর তিনি এ ঘোষণা দেন।

আনোয়ার ইব্রাহিম জানান, নিজেদের মধ্যে চলমান সীমান্ত সংঘাত বন্ধে থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারা শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং এই যুদ্ধবিরতি কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে।

বার্তা সংস্থা এএফসির খবরে বলা হয়, মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের দক্ষিণে পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই এক বৈঠকে অংশ নেন।

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। একদিন আগে তিনি বলেছিলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়ার উভয় নেতা দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে রাজি হয়েছেন।

থাই ও কম্বোডিয়ান সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সর্বশেষ সংঘাতের জন্য উভয় পক্ষই একে অপরকে দোষারোপ করছে। চলমান লড়াইয়ে অন্তত ৩৫ জন নিহত এবং ২০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এই দুই দেশের মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ কয়েক দশক ধরে চলমান।

আরো পড়ুন