বিপিএলের খেলায় সিলেট টাইটান্সের স্পিনার নাসুম আহমেদের দুর্দান্ত বোলিংয়ে নোয়াখালী এক্সপ্রেসকে মাত্র ৬১ রানে অলআউট করে ৬ উইকেটে জয়ী হলো সিলেট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দিনের প্রথম ইনিংসে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী।
ইনিংসের শুরুতেই নাসুম সৌম্য সরকারকে ব্যক্তিগত ৬ রানে আউট করেন। এরপর মুনিম শাহরিয়ারও বড় রান করতে ব্যর্থ হন। হাবিবুর রহমান সোহান ১৮ রানে খালেদের শিকার হয়ে ফেরেন। দলের সর্বোচ্চ রান আসে মাহিদুল ইসলাম অংকনের ব্যাট থেকে, মাত্র ২৫ রান। নাসুমের চার ওভারে ৭ রান দিয়ে ৫ উইকেট নেওয়ার বোলিং ফিগারটি তার ক্যারিয়ারের সেরা এবং বিপিএলের ইতিহাসে যেকোনো স্পিনারের সেরা রেকর্ডও এটি।
৪০ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট দ্বিতীয় ওভারে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারায়। ১৮ বলে ৩২ রান করে তৌফিক খান ক্যাচ আউট হন। এরপর জাকির হাসান ২৪ রানের অবদান রেখে দলের জয় নিশ্চিত করেন।
সিলেট ৮ ওভার ৪ বল এবং ৬ উইকেট হাতে রেখেই ম্যাচ শেষ করে। নাসুম আহমেদের বিস্ময়কর স্পিন ও নিখুঁত ডেলিভারিতে নোয়াখালির প্রথমবারের অংশগ্রহণে টানা চার ম্যাচের হার এবং বিপিএলে চতুর্থ সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ে। এই জয়ের ফলে সিলেট টাইটান্স প্লে-অফের দৌড়ে আরও দৃঢ় অবস্থানে দাঁড়ায়।