Ridge Bangla

নারী সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, দুই মোটরসাইকেল আরোহীকে তাৎক্ষণিক কারাদণ্ড

রাজধানীর আজিমপুরে ট্রাফিক দায়িত্বে থাকা এক নারী সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগে দুই মোটরসাইকেল আরোহীকে এক দিনের কারাদণ্ড দিয়েছেন স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সাজাপ্রাপ্তরা হলেন মোটরসাইকেল চালক ওয়াহিদ মোহাম্মদ শুভ (৩০) এবং তার সহযাত্রী আরাফাত রহমান অভি (২৮)।

বৃহস্পতিবার (৮ মে) ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বুধবার বিকেলে আজিমপুর চৌরাস্তা এলাকা থেকে তাদের আটক করা হয়। বিকেল পৌনে ৫টার দিকে হেলমেট না পরে মোটরসাইকেল চালানোর সময় তাদের থামান সেখানে দায়িত্বরত নারী সার্জেন্ট। তিনি চালকের ড্রাইভিং লাইসেন্স ও মোটরসাইকেলের বৈধ কাগজপত্র দেখতে চাইলে, শুভ ও অভি তা দেখাতে অস্বীকৃতি জানান এবং অবমাননাকর ভঙ্গিতে বলেন—“হলে গিয়ে কাগজ আনতে।”

ওই নারী সার্জেন্ট বিষয়টি লালবাগ বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানকে জানান। পরে তিনি ঘটনাস্থলে এসে পুলিশের সহায়তায় তাদের আটক করে থানায় পাঠান।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, সার্জেন্ট ও সাক্ষীদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ায় আদালত শুভ ও অভিকে এক দিনের কারাদণ্ড এবং প্রত্যেককে ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ডের আদেশও দেওয়া হয়।

আরো পড়ুন