Ridge Bangla

নারী ফুটবলে ইতিহাস গড়ে প্রথমবার এশিয়ান কাপের মূলপর্বে বাংলাদেশ

বাংলাদেশ নারী ফুটবল দল গড়েছে নতুন ইতিহাস—প্রথমবারের মতো জায়গা করে নিয়েছে এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। ২০২৬ সালের আসরের বাছাইপর্বে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে নিশ্চিত করেছে নিজেদের অবস্থান। এভাবে বাংলাদেশ ফুটবলে যোগ হলো নতুন এক মহাকাব্য।

৪৫ বছর আগে, ১৯৮০ সালে কুয়েতে অনুষ্ঠিত এশিয়ান কাপে বাংলাদেশ পুরুষ দল খেললেও সেটি হয়েছিল অন্য দলের অনুপস্থিতির কারণে। এরপর আর কোনো জাতীয় দল এই টুর্নামেন্টে অংশ নিতে পারেনি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এবার নারীরা ইতিহাস গড়লেন নিজেদের যোগ্যতায়।

ইয়াঙ্গুনে বাছাইপর্বে আজ (বৃহস্পতিবার) র‍্যাঙ্কিংয়ে ৭৩ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় বাংলাদেশ। এরপর সন্ধ্যায় একই গ্রুপে বাহরাইন ও তুর্কমেনিস্তান ২-২ গোলে ড্র করায় বাংলাদেশের এক ম্যাচ হাতে রেখেই সেরা হওয়া নিশ্চিত হয়ে যায়।

এই জয়ে বাংলাদেশ নিশ্চিত করেছে ২০২৬ সালের নারী এশিয়ান কাপে জায়গা। এখন পর্যন্ত দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ৬ পয়েন্ট, মিয়ানমার ৩, আর বাহরাইন ও তুর্কমেনিস্তান ১ পয়েন্ট করে।

আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় বসবে এই আসর। স্বাগতিক অস্ট্রেলিয়া ছাড়াও গত আসরের শীর্ষ তিন দল চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি অংশ নিচ্ছে। বাকি আটটি দল আসবে বাছাইপর্বের আটটি গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে—সেখানেই বাংলাদেশের নাম উঠে এসেছে প্রথম হিসেবে।

এটি শুধু একটি ফুটবল জয় নয়, বরং বাংলাদেশ নারী ক্রীড়ার জন্য এক গৌরবময় মাইলফলক।

আরো পড়ুন