উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের জন্য ‘স্যার’ সম্বোধন করার বাধ্যবাধকতা বাতিল করেছে উপদেষ্টা পরিষদ। শেখ হাসিনার শাসনামলে প্রবর্তিত এই নির্দেশনা দীর্ঘদিন ধরে বিতর্কের জন্ম দিয়ে আসছিল। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠকে পরিষদের সদস্যরা বলেন, নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন বিভ্রান্তিকর ও শিষ্টাচারবিরোধী। সরকারি প্রটোকলে মর্যাদার ভিত্তিতে সম্মানজনক ও লিঙ্গ-নিরপেক্ষ সম্বোধন প্রচলনের জন্য জরুরি সংস্কার প্রয়োজন। বৈঠকে সিদ্ধান্ত হয়, নারী-পুরুষ নির্বিশেষে সকল কর্মকর্তার জন্য মর্যাদাভিত্তিক, শালীন ও যুগোপযোগী সম্ভাষণ চালু করা হবে।
এ লক্ষ্যে, মন্ত্রিসভার আমলে চালু হওয়া অন্যান্য প্রটোকল ও সম্ভাষণবিধি পর্যালোচনার জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে। বিদ্যুৎ, পরিবেশ ও পানি সম্পদ–বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নেতৃত্বে গঠিত এই কমিটি আগামী এক মাসের মধ্যে সংশোধনের সুপারিশ পেশ করবে।
প্রধান উপদেষ্টা বলেন, “দেশে লিঙ্গসমতা প্রতিষ্ঠা এবং প্রশাসনে শিষ্টাচার বজায় রাখতে সম্বোধন ও প্রটোকলে সংস্কার অত্যন্ত জরুরি।” সভায় উপদেষ্টা পরিষদের সব সদস্য, প্রধান উপদেষ্টার দপ্তরের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিগগিরই এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলে বৈঠকে জানানো হয়।