Ridge Bangla

নারায়ণগঞ্জ সদর হাসপাতালে অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন, দগ্ধ ২ জন

নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে অ্যাম্বুলেন্স চালক বিজয় (৩০) এবং বন্দর উপজেলার রাজবাড়ি এলাকার রোজিনা বেগম (৫০) দগ্ধ হন।

হাসপাতালের কর্মচারীদের বরাতে জানা যায়, আড়াই বছরের এক অসুস্থ শিশুকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছিল। গাড়ি চালু করার সাথে সাথেই হঠাৎ আগুন ধরে যায়। এসময় চালক ও রোগীর স্বজন রোজিনা বেগম আগুনে দগ্ধ হন।

ফায়ার সার্ভিস জানায়, রোগী উঠানোর সময় হঠাৎ সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়ে এবং স্পার্কের কারণে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে যায়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মন্ডলপাড়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, আগুন লাগার পরই স্থানীয়রা চালককে উদ্ধার করে দ্রুত রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। অন্যদিকে আহত রোজিনা বেগম বর্তমানে নারায়ণগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের পর্যবেক্ষণ ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় হাসপাতালে আসা রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তবে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন