নারায়ণগঞ্জের ফতুল্লায় ময়লার ভাগাড় থেকে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লা স্টেডিয়াম এলাকা থেকে এসব কার্ড উদ্ধার হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, এনআইডি কার্ড ছাড়াও বিপুলসংখ্যক পোলিং অফিসারের কার্ড ও সরকারি সিল পাওয়া গেছে। খবর পেয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত কার্ডগুলো জব্দ করেন।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান বাবু বলেন, “আমি এখানে একটি স’মিল নির্মাণের কাজ করছি। কয়েকদিন ধরে এলাকাবাসীকে ময়লা না ফেলতে অনুরোধ করছিলাম। হঠাৎ দেখি, সাদা একটি গাড়ি এসে কয়েকটি বস্তা ফেলে যায়। সন্দেহ হলে লোকজন সেখানে গিয়ে বস্তায় ভরা এনআইডি কার্ড দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে উদ্ধার করে।”
নারায়ণগঞ্জের অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান জানান, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুরের। তদন্ত চলছে। প্রাথমিকভাবে এগুলো পুরোনো এবং পরিত্যক্ত বলে মনে হচ্ছে। এগুলো স্মার্টকার্ড নয়, পূর্বের প্রজন্মের কার্ড। উদ্ধারকৃত সামগ্রী বর্তমানে নারায়ণগঞ্জ নির্বাচন কমিশন অফিসে রাখা হয়েছে এবং কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করছেন।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং কার্ডগুলো জব্দ করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানানো হবে।”
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ নথি এমনভাবে ফেলে দেওয়া নিরাপত্তাজনিত ঝুঁকি তৈরি করতে পারে। তারা ঘটনার সঠিক তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।