নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোজ্য তেলের একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে কারখানার অধিকাংশ মেশিনপত্র ও বিপুল পরিমাণ কাঁচামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুড়াপাড়া এলাকায় আবুল খায়ের গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান গ্লোব এডিবল অয়েল লিমিটেড কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা পৌনে ১২টার দিকে কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের সিট ক্রাশিং সেকশনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে যায়, শ্রমিকরা আতঙ্কে ছুটোছুটি শুরু করে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁ স্টেশনের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ওসমান গনি জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। তিনি বলেন, “অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত চলছে।”
গ্লোব এডিবল অয়েল লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা ব্রিগেডিয়ার (অব.) আশরাফ জানান, আগুনে সিট ক্রাশিং সেকশনের অধিকাংশ যন্ত্রপাতি, বিপুল কাঁচামাল, আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। তবে ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ যাচাই-বাছাই শেষে নির্ধারণ করা হবে। স্থানীয়রা জানান, আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় আশপাশের স্থাপনা বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে।