কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে আবারও একটি মাছ ধরার ট্রলারসহ সাতজন বাংলাদেশি জেলেকে আটক করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গোপসাগর থেকে মাছ শিকারের পর টেকনাফে ফেরার পথে শাহপরীর দ্বীপের নাইক্ষ্যংদিয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। ট্রলারটি টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার বাসিন্দা আব্দুল মোনাফের ছেলে উমর ছিদ্দিকের মালিকানাধীন। ট্রলারে সাতজন মাঝিমাল্লা ছিলেন।
ট্রলারের মাঝি এবাদুল্লাহ জানান, স্পিডবোটে এসে আরাকান আর্মির সদস্যরা তাদের ধাওয়া করে অস্ত্রের মুখে জিম্মি করে এবং ট্রলারসহ মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যায়। তিনি মোবাইল ফোনে এই বিষয়টি ট্রলার থেকে জানাতে সক্ষম হন।
এটি নাফ নদী ও বঙ্গোপসাগরের পানিতে গত ২০ দিনে ঘটানো একই রকম ঘটনার সর্বশেষ। এর আগে রোববার দুটি ট্রলারসহ ১৪ জেলে, শনিবার একটি ট্রলারসহ ১২ জেলে, ১২ আগস্ট ৫ জেলে এবং ৫ আগস্ট দুই জেলে আটক করা হয়েছিল। গত বছরের ডিসেম্বর থেকে এই পর্যন্ত ২৪৪ জন বাংলাদেশি জেলেকে আরাকান আর্মি আটক করেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, “আরাকান আর্মির এমন কর্মকাণ্ড বেড়েই চলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”
কোস্টগার্ড ও বিজিবি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বক্তব্য পাওয়া যায়নি।