Ridge Bangla

নানা অভিযোগে ৬০০০ বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

বিভিন্ন অভিযোগে ছয় হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, আইন ভঙ্গ, মেয়াদোত্তীর্ণ অবস্থায় থেকে যাওয়া এবং নানা অপরাধে জড়িয়ে পড়ার কারণে এসব ভিসা বাতিল করা হয়েছে।

স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা জানান, অধিকাংশ ক্ষেত্রে ভিসাধারীরা হামলা, নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো, চুরি এবং এমনকি “সন্ত্রাসবাদে সহায়তা”র মতো অপরাধে জড়িত ছিলেন। এর মধ্যে প্রায় চার হাজার ভিসা সরাসরি আইন লঙ্ঘনের অভিযোগে বাতিল করা হয়েছে।

যদিও ভিসা বাতিলে শিক্ষার্থীদের জাতীয়তার ভিত্তিতে আলাদা করে বাছাই করা হয়নি, তবে মার্কিন সিনেটর মার্কো রুবিও বিশেষভাবে চীন থেকে আসা শিক্ষার্থীদের ওপর কঠোর হওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, “যখনই আমি এই পাগলদের একজনকে পাই, আমি তাদের ভিসা বাতিল করি।” বিশেষ করে তিনি ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া এবং ইহুদি–বিদ্বেষের অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীদের প্রতি ইঙ্গিত করেন। তবে এসব অভিযোগ শিক্ষার্থীরা নিয়মিত অস্বীকার করে আসছেন।

সম্প্রতি দেশটির প্রশাসন দুটি মামলায়ও ব্যর্থতার মুখে পড়ে। প্রথমটি ছিল কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের নেতৃত্ব দেওয়া মাহমুদ খলিলের বিরুদ্ধে মামলা এবং দ্বিতীয়টি টাফ্টস বিশ্ববিদ্যালয়ের তুর্কি ছাত্রী রুমেসা ওজতুর্কের বিরুদ্ধে মামলা। এই প্রেক্ষাপটে সিনেটর রুবিও যুক্তি দেন, প্রশাসনের বিচারিক পর্যালোচনাবিহীনভাবে ভিসা প্রদানের বা বাতিল করার অধিকার রয়েছে। তিনি আরও বলেন, মার্কিন সংবিধানের আওতায় বাকস্বাধীনতার অধিকার কেবল মার্কিন নাগরিকদের জন্য প্রযোজ্য, বিদেশিদের জন্য নয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন