Ridge Bangla

নাট্যাভিনেতা শামীম হাসান স্ট্যাটাসে তৌহিদ আফ্রিদিকে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন

সম্প্রতি ছোটপর্দার জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি গ্রেপ্তার ও ৫ দিনের রিমান্ডে ছিলেন। শামীম তার ফেসবুক পেজে লিখেছেন, ‘অন্যের বিপদে আনন্দ পাই না, তবে উপলব্ধি আসে।’ তিনি আরও বলেন, ‘যার সঙ্গে এমন ঘটনা ঘটে, তার অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত, কারণ সে তখন বন্ধু, শত্রু বা চামচা সবাইকে চিনে ফেলে। ভবিষ্যতে কেউ আর প্রতারিত বা ক্ষতিগ্রস্ত হবে না।’

শামীম তৌহিদকে পরামর্শ দিয়েছেন, ‘আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে এবং নিজের ভুল শুধরে নিলে সফল হওয়া অসম্ভব কিছু নয়। সত্যি বলছি, অন্যের বিপদে আমি খুশি হই না।’ তিনি জীবনের বাস্তবতা এবং কর্মফল নিয়েও বলেছেন, ‘সবাই তার কর্মফল ভোগ করবে। আমিও করি, আপনি ও করেন, সবাই করে। এতে অবাক হওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই।’ এছাড়া শামীম প্রশ্ন তুলেছেন, ‘মালাকুল মউতের চেহারা আপনার সামনে কেমন হবে, ভেবেছেন কি? আমি ভেবেছি।’

উল্লেখযোগ্য, কয়েক মাস আগে শামীম সহ-অভিনেত্রীকে মারধরের অভিযোগে বিতর্কে পড়েছিলেন। ঘটনার সত্যতা প্রমাণিত না হলেও তিনি সমালোচনার মুখে পড়েছিলেন। আর তৌহিদ আফ্রিদির ক্ষেত্রে, জুলাই আন্দোলনে যাত্রাবাড়ী থানার আসাদুল হক বাবু হত্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার করে ঢাকার আদালতে ৫ দিনের রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে।

শামীমের পোস্ট সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। তিনি লিখেছেন, ‘অকারণে মিথ্যা অভিযোগে বিপদে পড়লে আল্লাহই একমাত্র ভরসা। ইটটি মারলে পাটকেল খেতে হয়’—যা পরিস্কারভাবে তৌহিদ আফ্রিদির বর্তমান পরিস্থিতিকে ইঙ্গিত করছে।

এই বার্তায় শামীমের অভিজ্ঞতা, সতর্কবার্তা এবং জীবন পাঠ স্পষ্টভাবে ফুটে উঠেছে, যা অনুরাগীদের মধ্যে আলোচনা সৃষ্টি করেছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন