Ridge Bangla

নাটোরে মধ্যযুগীয় কায়দায় নারী নির্যাতন, আটক ৬ জন

নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের মোহনপুর গ্রামে মধ্যযুগীয় কায়দায় দুই নারীকে নির্যাতনের ঘটনায় ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। রোববার (১৩ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, ২৬ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূর্ব শত্রুতার জেরে হালিমা ও শাহনাজ নামের দুই নারীকে গরম পানির সঙ্গে মরিচ গুঁড়া মিশিয়ে ঝলসে দেওয়া হয়। শুধু তাই নয়, দেশীয় অস্ত্র দিয়ে তাদের মাথায় আঘাত করে গুরুতর আহত করা হয়। ভয়াবহ এই ঘটনার পর সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থার নজরে বিষয়টি আসে। তদন্তে সত্যতা মিললে অভিযুক্তদের শনাক্ত করে নজরদারিতে রাখা হয় এবং পরবর্তীতে তাদের গ্রেপ্তার করা হয়।

আটককৃতরা হলেন—নাটোর সদর উপজেলার রামনগর গ্রামের তৌহিদ উদ্দিনের ছেলে মো. সুলতান ডাকাত, তার ছেলে মো. লালচান, স্ত্রী মোছা. আয়মনা, মোহনপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মো. সাইফুল ইসলাম, সাইফুলের স্ত্রী মোছা. শীলা, এবং পণ্ডিত গ্রামের রতনের স্ত্রী মোছা. শাকিদা।

সেনাবাহিনী জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নারী নির্যাতনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে স্থানীয় বাসিন্দারা এই অমানবিক নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরো পড়ুন