Ridge Bangla

নাটোরে ডাকাতির প্রস্তুতিকালে খেলনা পিস্তলসহ ছয়জন আটক

নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে একটি চেকপোস্টে অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার (২০ জুন) দিবাগত রাত ১২টার সময় অভিযানটি চালানো হয়। অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা পিস্তল এবং ধারালো দেশীয় অস্ত্র।

আটককৃতরা হলেন—নাজিরপুর এলাকার বিপ্লব হোসেন, মবিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, কাওছার আহমেদ, হরদমা গ্রামের মনিরুল ইসলাম এবং সিংড়ার কালীনগর গ্রামের সুরুজ আলী।

সেনাবাহিনী সূত্র জানায়, নিয়মিত টহল ও নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে চারজন সন্দেহভাজনকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী আরও দুজনকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। দীর্ঘদিন ধরে তারা সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ডাকাতি ও চাঁদাবাজি করে আসছিল।

তাদের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—অস্ত্র দেখিয়ে ৮টি অটোরিকশা, ১২টি মোটরসাইকেল ও ৯টি গরু ডাকাতি, চাঁদা না দেওয়ায় ৬টি পুকুরে বিষ প্রয়োগ এবং চাঁদা আদায়ের জন্য মানুষকে জিম্মি করার মতো ঘটনা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন