Ridge Bangla

নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে হাত দিচ্ছেন চিকন আলী

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা শামিনুর রহমান, যিনি চিকন আলী নামেই বেশি পরিচিত, এবার নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে নামছেন। ২০০৬ সালে ‘রঙিন চশমা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করা এই শিল্পী ইতিমধ্যে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং দর্শকদের হাসিয়ে চলেছেন দীর্ঘদিন ধরে।

অভিনয়ের পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেল ‘সি এ কমেডি টিভি’র জন্য নিয়মিত কনটেন্ট তৈরি করছেন চিকন আলী। এবার তিনি সেই চ্যানেলের মাধ্যমেই নাটক ও স্বল্পদৈর্ঘ্য নির্মাণের পরিকল্পনা করেছেন। তিনি জানান, “এখন চলচ্চিত্রে কাজ কমে গেছে। আমরা যারা এই পেশার ওপর নির্ভরশীল, কাজ না থাকলে বিপদে পড়ি। তাই ইউটিউবের জন্য নিজেই কিছু নির্মাণ শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।”

চিকন আলী বলেন, “এখানে স্বাধীনভাবে কাজ করা যায়, নিজের মতো গল্প বলা যায়। কমেডি ঘরানার গল্প দর্শকও পছন্দ করেন।” ইউটিউব প্ল্যাটফর্মে অনেকেই ভালো কাজ করে নিয়মিত আয় করছেন উল্লেখ করে তিনি বলেন, এটি বড় পর্দার বাইরেও নিজেকে উপস্থাপন করার সুযোগ তৈরি করে।

চলচ্চিত্রে কাজ কমে গেলেও তিনি হাল ছাড়ছেন না। বরং নিজের অভিজ্ঞতা ও মেধাকে কাজে লাগিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন। তার ভাষায়, “কমেডি করতে আমার ভালো লাগে। মানুষকে হাসানোই আমার মূল উদ্দেশ্য। আশা করি ইউটিউবের কাজ দিয়েও দর্শকদের আনন্দ দিতে পারব।”

নতুন যাত্রায়ও দর্শকদের মুখে হাসি ফোটানোর প্রতিশ্রুতি দিয়েছেন এই গুণী শিল্পী।

আরো পড়ুন