Ridge Bangla

নাজনীন হাসান খানের নতুন ধারাবাহিক ‘প্রেমলীলা’

সমাজে প্রেমের নানা রূপকে তুলে ধরার উদ্যোগে নতুন ধারাবাহিক ‘প্রেমলীলা’ নির্মাণ করেছেন নাজনীন হাসান খান। গল্পের চিত্রনাট্য ও রচনার দায়িত্বে আছেন রাজীব মণি দাস। ধারাবাহিকে অভিনয় করেছেন শিবলী নওমান, সুমাইয়া অর্পা, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন ও সুব্রত চক্রবতী প্রমুখ।

পরিচালক নাজনীন হাসান খান জানান, “প্রেম কখনও মানুষকে অন্ধ করে তো কখনও অন্ধকারাচ্ছন্ন মনকে জাগ্রত করে। প্রেমের শক্তি অসীম, তবে সবার কাছে তা থাকে না। প্রেমলীলায় সেই অসীম শক্তির গল্পই তুলে ধরা হয়েছে।”

রাজীব মণি দাস বলেন, “প্রিয়জনকে নিজের মনের কথা প্রকাশ করতে না পারা অনেক সময় ব্যর্থতার কারণ হয়। ছেলের জীবন সঙ্গী খুঁজতে গিয়ে বাবা নিজ কাঁধে দায়িত্ব তুলে নেন, যা গল্পের মূল থিম।”

গল্পের সংক্ষিপ্ত চিত্রে দেখা যায়, জয়নাল একজন খ্যাতিমান শিল্পপতি। তার ছেলে সামির বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সময় নিধি নামের এক মেয়ের প্রতি আকৃষ্ট হয়। কিন্তু সামির নিজের মনের কথা কখনো প্রকাশ করেনি। বাবা জয়নাল সামিরের কণ্ঠ নকল করে নিধির সঙ্গে কথা বলেন, যা নিধিকে ভুলে প্রেমে ভাসিয়ে দেয়। একদিন নিধি সামিরকে দেখতে আসে, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে তাকে সামিরের বাবা দেখতে পান। পরিশেষে সামির হাজির হয়ে গল্পে রহস্যময় প্রেমলীলার মোড় নেয়।

নির্মাতা সূত্রে জানা গেছে, ধারাবাহিকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে। এটি প্রেমের জটিলতা ও সামাজিক সম্পর্কের সূক্ষ্মতা তুলে ধরবে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৬

আরো পড়ুন