মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সামরিক বাহিনীকে নাইজেরিয়ায় জঙ্গি দমনে সামরিক পদক্ষেপের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, দেশটির সরকার খ্রিষ্টানদের হত্যাকাণ্ড বন্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করছে না।
ট্রাম্প শনিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেছেন, তিনি সম্ভাব্য পদক্ষেপের জন্য যুদ্ধ দপ্তরকে প্রস্তুত থাকতে বলেছেন এবং নাইজেরিয়াকে অপমানিত দেশ আখ্যা দিয়ে সব ধরনের সহায়তা বন্ধের হুমকি দিয়েছেন।
তিনি সতর্ক করে বলেন, “যদি আমরা আক্রমণ করি, তা হবে দ্রুত, ভয়ঙ্কর ও মধুর।” তবে ট্রাম্পের এই হুমকিমূলক বক্তব্যের কোনো প্রতিক্রিয়া নাইজেরিয়া সরকার এখনো জানায়নি। প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেছেন, নাইজেরিয়ায় ধর্মীয় সহনশীলতা বিদ্যমান এবং নিরাপত্তা সমস্যা সব ধর্ম ও অঞ্চলে প্রভাব ফেলছে।
নাইজেরিয়ায় বোকো হারাম ও আইএস ওয়েস্ট আফ্রিকা প্রদেশ দীর্ঘ এক দশক ধরে সহিংসতা চালিয়ে আসছে। এই অঞ্চলের সংঘাতে নিহতের অধিকাংশই মুসলমান বলে জানিয়েছে আন্তর্জাতিক বিশ্লেষক সংস্থা আক্লেড। ট্রাম্পের দাবি অনুযায়ী, “হাজারো খ্রিষ্টানকে হত্যা” করার যে অভিযোগ, সে বিষয়ে তথ্যগত কোনো প্রমাণ পাওয়া যায়নি। টিনুবু প্রতিক্রিয়ায় জানিয়েছেন, তার সরকার ধর্মীয় স্বাধীনতা রক্ষায় যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।