Ridge Bangla

নাইজেরিয়ায় বোকো হারামের হামলায় নিহত ৫৫ জন

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশের দারুল জামা গ্রামে বোকো হারামের সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছে। ক্যামেরুন সীমান্তের কাছাকাছি অবস্থান করা এই গ্রামে শুক্রবার রাতে হামলা চালায় জঙ্গিরা।

স্থানীয়রা জানিয়েছেন, হামলাকারীরা মোটরসাইকেলে এসে নির্বিচারে গুলি চালায় এবং ঘরবাড়ি আগুনে পুড়িয়ে দেয়। নিহতদের মধ্যে ৬ জন সেনাসদস্য রয়েছেন। সরকার-সমর্থিত মিলিশিয়ার কমান্ডার বাবাগানা ইব্রাহিম এ তথ্য এএফপি নিউজকে নিশ্চিত করেছেন। দারুল জামার ঐতিহ্যবাহী প্রধান রয়টার্সকে জানিয়েছেন, শনিবার সকাল পর্যন্ত ৭০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আশপাশের ঝোপঝাড়ে আরও অনেকে নিখোঁজ রয়েছেন। হামলাকারীরা বাড়ি বাড়ি গিয়ে পুরুষদের হত্যা করেছে, কিন্তু নারীদেরকে মুক্তি দেওয়া হয়েছে। প্রায় প্রতিটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০টির বেশি বাড়ি এবং ১০টি বাস জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে।

নাইজেরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, বোকো হারাম এবং এর বিচ্ছিন্ন দল আইএসআইএল (আইএসআইএস)-এর পশ্চিম আফ্রিকার সহযোগী (আইএসডব্লিউএপি) জঙ্গিদের দমনের জন্য সাম্প্রতিক মাসগুলোতে বোর্নো রাজ্যে অভিযান জোরদার করেছে। এক নিরাপত্তা সূত্র জানিয়েছে, এই এলাকাটি বোকো হারামের কমান্ডার আলী গুলদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তিনিই হামলার নেতৃত্ব দিয়েছেন। সামরিক সূত্র বলছে, জঙ্গি দমনে অভিযান চলতে থাকবে এবং স্থানীয়দের সুরক্ষা দেওয়ার জন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এই হামলার ফলে বোর্নো প্রদেশের মানুষদের জীবন ও সম্পদের ওপর বড় ধরনের প্রভাব পড়েছে এবং স্থানীয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন