Ridge Bangla

নাইক্ষ্যংছড়িতে অ্যাসিড ঢেলে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে স্ত্রীকে অ্যাসিড ঢেলে হত্যার অভিযোগে মো. তোহা (২৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর রাতে তোহা ঘুমন্ত স্ত্রী জেসমিন আক্তারকে (২২) অ্যাসিড দিয়ে গুরুতর দগ্ধ করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে টানা চার দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি মারা যান।

ঘটনার পর নিহতের ভাই নজরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর শনিবার ভোরে কক্সবাজার জেলা সদর এলাকায় অভিযান চালিয়ে তোহাকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত নির্মম। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এখন আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন