নরসিংদীর মাধবদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪২টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৪ জুলাই) ভোরে মুড়িপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বাজারের ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যান। ভোর ৫টার দিকে মুড়িপট্টির একটি স্বর্ণের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মাধবদী, নরসিংদী ও পলাশের ফায়ার সার্ভিসের ইউনিটগুলো যোগ দিয়ে সকাল সাড়ে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুন নেভানোর পর দোকানের ধ্বংসস্তূপে পোড়া মালামাল খুঁজতে দেখা যায় ক্ষতিগ্রস্তদের। অনেক ব্যবসায়ী সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। ব্যবসায়ীরা জানান, আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।
মাধবদী বাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি জানান, পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে ১৪টি মুদির দোকান, ১১টি স্বর্ণ ও জুয়েলারির দোকান, ৯টি ইলেকট্রিক ও প্লাস্টিকের দোকান, ৫টি স্টেশনারি এবং ৩টি অন্যান্য দোকান। প্রতিটি স্বর্ণের দোকানে গ্যাস সিলিন্ডার ছিল এবং দোকানগুলো ছোট ছোট পার্টিশন দেওয়া হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে চারপাশ ঘিরে দ্রুত অভিযান চালানোয় মার্কেটের বাকি অংশ রক্ষা করা গেছে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপপরিচালক শিমুল মোহাম্মদ রফি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। তদন্ত শেষে বিস্তারিত কারণ ও ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।