Ridge Bangla

নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নরসিংদীর রায়পুরায় মানিক মিয়া (৬৫) নামের এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত (১৫ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে উপজেলার জঙ্গি শিবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মানিক মিয়া ওই গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে। রাত সাড়ে ১২টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। স্থানীয়রা জানান, আড়িয়াল খাঁ নদীর পাড়ে তাকে কুপিয়ে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরিবারের সদস্যরা জানান, রাতে বারবার ফোন করেও যোগাযোগ না পেয়ে খোঁজে বের হলে নদীর পাড়ে তার গলাকাটা লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

রায়পুরা থানার পুলিশ জানায়, নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ জানা যায়নি। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন, টর্চলাইট ও কিছু টাকা উদ্ধার করা হয়েছে তবে হত্যার অস্ত্র পাওয়া যায়নি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন