Ridge Bangla

নরসিংদীতে ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ১২ জন

নরসিংদীর পাঁচদোনা-ঘোড়াশাল আঞ্চলিক সড়কের চাকশাল মোড়ে বাস, মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১২ জন যাত্রী। রোববার (১৫ জুন) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—অটোরিকশার যাত্রী রায়পুরার বাঁশগাড়ী এলাকার সেলিম মিয়ার মেয়ে তৃষা আক্তার (১২) এবং মাইক্রোবাস চালক বেলাব উপজেলার আমতলী গ্রামের আলম মিয়ার ছেলে মাখন মিয়া (৩৫)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, যাতায়াত পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী পথে বেপরোয়া গতিতে চাকশাল মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা ও একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অটোরিকশা ও মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তৃষা আক্তার নিহত হন।

আহত ১২ জনকে স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে ঢাকা নেওয়ার পথে মাইক্রোবাস চালক মাখন মিয়া মারা যান।

মাধবদী থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘাতক বাসটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন। আহতদের চিকিৎসা চলছে এবং নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।

স্থানীয়দের অভিযোগ, সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনাই এই দুর্ঘটনার মূল কারণ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন