Ridge Bangla

নরসিংদীতে টনসিল অপারেশনের পর শিশুর মৃত্যু, চিকিৎসকদের ওপর ক্ষোভ

নরসিংদী শহরের একটি বেসরকারি হাসপাতালে টনসিলের অস্ত্রোপচারের পর রাহামনি (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে শহরের হেমেন্দ্র সাহার মোড় এলাকায় অবস্থিত লাইফ কেয়ার হাসপাতালে এ ঘটনা ঘটে।

শিশুটির পরিবার অভিযোগ করছে, অস্ত্রোপচারের পর অনেকক্ষণ পার হলেও রাহামনির জ্ঞান ফেরেনি। পরে তাঁকে আবার ওটিতে নেওয়া হয়। পরিবারের দাবি, তখনই শিশুটি মারা যায়। অথচ পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেয়। একমাত্র মেয়েকে হারিয়ে শোকে পাগলপ্রায় হয়ে পড়েছেন রাহামনির বাবা-মা।

ঘটনার পর স্বজন ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অস্ত্রোপচারকারী নাক-কান-গলার চিকিৎসক তন্ময় কর এবং অ্যানেসথেসিয়া দেওয়া চিকিৎসক সুদীপ সাহাকে মারধর ও অবরুদ্ধ করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুই চিকিৎসককে থানায় নিয়ে যায়।

হাসপাতালের পরিচালক ফজলুল কাদের জানান, অপারেশনের কিছুক্ষণ পরই শিশুর শারীরিক অবস্থা খারাপ হয়। তাঁকে ঢাকায় রেফার্ড করার প্রস্তুতি চলাকালীনই মৃত্যু ঘটে।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় শিশুর পরিবার থানায় কোনো অভিযোগ করেনি এবং ময়নাতদন্ত ছাড়াই লাশ বাড়িতে নিয়ে গেছে। অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট দুই চিকিৎসককে ছেড়ে দেওয়া হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন