Ridge Bangla

নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে যুবদল নেতা নিহত

নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের চরাঞ্চলে আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাদেক হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত আরও ১০ জন।

নিহত সাদেক হোসেন আলোকবালীর মুরাদনগর গ্রামের রূপ মিয়ার ছেলে এবং ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে দুই গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই সকালে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সাদেকের মৃত্যু হয়।

অতিরিক্ত পুলিশ সুপার কলিম উল্লাহ জানিয়েছেন, সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসেই একই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হওয়া দ্বন্দ্বে ইদন মিয়া ও ফেরদৌসী বেগম নামে আরও দুজন নিহত হয়েছিলেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২১

আরো পড়ুন