Ridge Bangla

নভেম্বরে ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’

আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিষয়াবলী নিয়ে বার্ষিক সম্মেলনের চতুর্থ আসর ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৫’ আগামী ২২ থেকে ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। আয়োজন করছে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস)।

শুক্রবার (৮ আগস্ট) সিজিএসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান বৈশ্বিক শক্তি বিন্যাসের পরিবর্তন, আঞ্চলিক প্রতিদ্বন্দ্বিতা এবং বঙ্গোপসাগরীয় অঞ্চলসহ এর বাইরের নিরাপত্তা, অর্থনীতি ও জলবায়ু নিয়ে ক্রমবর্ধমান অনিশ্চয়তার প্রেক্ষাপটে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘বিরোধ, বিভাজন ও পুনঃসমীকরণ’।

পূর্ববর্তী আসরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় এবারের সম্মেলনে বিশ্বের ৮০টিরও বেশি দেশের প্রায় ২০০ জন বক্তা এবং ৮০০ জন অংশগ্রহণকারী যুক্ত হবেন। তাদের মধ্যে থাকবেন রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, সংসদ সদস্য, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, গণমাধ্যমকর্মী এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

এবারের সম্মেলনে গুরুত্ব পাবে পাঁচটি মূল বিষয়—
১. পরিবর্তনশীল মৈত্রী ও ক্ষমতার নতুন জ্যামিতি
২. সংকটের বহুমুখী বিস্তার: যুদ্ধ, ভঙ্গুরতা ও বৈশ্বিক স্থিতিশীলতার অবসান
৩. কৃত্রিম বুদ্ধিমত্তা, বিভ্রান্তি ও জ্ঞানের অস্ত্রায়ন
৪. নিষেধাজ্ঞা, ঋণ ও ঝুঁকি হ্রাসের যুগে অর্থনৈতিক পুনর্বিন্যাস
৫. উষ্ণায়নকালীন সময়ে জলবায়ু, সীমান্ত ও নিরাপত্তা

আরো পড়ুন