Ridge Bangla

নবজাতক কন্যার ছবি তুলতে নিষেধ করলেন সিদ্ধার্থ-কিয়ারা

সদ্য বাবা-মা হয়েছেন বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। গত মঙ্গলবার (১৫ জুলাই) তাদের ঘরে এসেছে ফুটফুটে এক কন্যাসন্তান। এই খুশির খবর তারা নিজেরাই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন। তবে এর পাশাপাশি পাপারাজ্জিদের উদ্দেশে করেছেন একটি বিনীত অনুরোধ—তাদের নবজাতক কন্যার কোনো ছবি যেন না তোলা হয়।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বুধবার (১৬ জুলাই) দুপুরে তারকা দম্পতি পাপারাজ্জিদের জন্য হালকা গোলাপি রঙের প্যাকেটে মিষ্টি পাঠিয়েছেন। সেই প্যাকেটে একটি কার্ডও ছিল, যাতে লেখা ছিল, ‘আমাদের কন্যাসন্তান এসেছে। এই বিশেষ মুহূর্ত উদযাপন করতে আপনাদের জন্য মিষ্টি পাঠালাম। দয়া করে কোনো ছবি তুলবেন না, কেবল আমাদের মেয়েকে আশীর্বাদ করবেন।’

বলিউডে তারকাদের পক্ষ থেকে এমন ‘নো ফটো পলিসি’ এর আগেও দেখা গেছে। বিরাট কোহলি ও অনুশকা শর্মা তাদের মেয়ে ভামিকার জন্মের পর একইভাবে পাপারাজ্জিদের অনুরোধ করেছিলেন মেয়ের কোনো ছবি প্রকাশ না করতে। সম্প্রতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনও তাদের মেয়ে দুয়ার জন্মের পর মিষ্টিমুখ করিয়ে একই অনুরোধ জানিয়েছেন।

সিদ্ধার্থ ও কিয়ারার এই ব্যক্তিগততা রক্ষার প্রচেষ্টা ইতোমধ্যেই বলিউডজুড়ে প্রশংসিত হয়েছে। ভক্তরাও তাদের এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে নবজাতক কন্যার জন্য শুভকামনা জানিয়েছেন। নতুন যাত্রায় তারা সুখী ও সুন্দর পারিবারিক জীবন কাটাক—এমনটাই কামনা সবার।

আরো পড়ুন