Ridge Bangla

নতুন ৪ মুখ নিয়ে এশিয়া কাপে প্রথমবারের মতো দল ঘোষণা ওমানের

প্রথমবারের মতো এশিয়া কাপে অংশ নিতে যাচ্ছে ওমান জাতীয় ক্রিকেট দল। টুর্নামেন্টের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দলটি, যেখানে জায়গা পেয়েছেন চারজন নতুন মুখ। মঙ্গলবার ঘোষিত স্কোয়াডে দলের নেতৃত্বে থাকছেন ভারতীয় বংশোদ্ভূত অভিজ্ঞ ওপেনার জাতিন্দার সিং। আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া চার ক্রিকেটার সুফিয়ান ইউসুফ, জিকরিয়া ইসলাম, ফয়সাল শাহ এবং নাদিম খান জায়গা পেয়েছেন মূল স্কোয়াডে। এদের মধ্যে শুধুমাত্র জিকরিয়া ইসলামেরই রয়েছে একটি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা।

এশিয়া কাপে ওমান শক্তিশালী গ্রুপে পড়েছে। তাদের খেলতে হবে ভারত, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। ভারত ও পাকিস্তানের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়াকে বড় প্রাপ্তি হিসেবে দেখছেন ওমানের কোচ দুলিপ মেন্ডিস। নিজেদের ইতিহাসের প্রথম এশিয়া কাপ ম্যাচে ১২ সেপ্টেম্বর পাকিস্তানের মুখোমুখি হবে দলটি। ১৫ সেপ্টেম্বর খেলবে আমিরাতের বিপক্ষে, আর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৯ সেপ্টেম্বর ভারতের মোকাবিলা করবে ওমান।

এশিয়া কাপে ওমানের স্কোয়াড

জতিন্দর সিং (অধিনায়ক), হামাদা মির্জা, ভিনায়েক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশিশ ওডেডারা, আমির কালিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মেহমুদ, আরিয়ান বিশটে, কারান সোনাভালে, জিকরিয়া ইসলাম, হাসনাইন শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমেদ, সামায় শ্রীভাস্তব।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন