বলিউড তারকা জাহ্নবী কাপুরকে অনেকেই এখনো চিনে থাকেন প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর কন্যা হিসেবে। অভিনয়ে নিয়মিত হলেও দক্ষতা ও অভিনয়গুণের প্রমাণ নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। তারকাসন্তান হওয়ায় সুবিধা পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা-সমালোচনা। এবারও নতুন ছবি ঘিরে সেই সমালোচনার জালে জড়ালেন জাহ্নবী।
শিগগিরই মুক্তি পাচ্ছে তার নতুন সিনেমা ‘পরম সুন্দরী’। এতে তিনি অভিনয় করেছেন এক মালয়ালি নারীর চরিত্রে। আর এটিই বিতর্কের কেন্দ্রবিন্দু। দর্শক ও সমালোচকদের একাংশ বলছেন, উচ্চারণ ও পোশাক দুটোই চরিত্রের সঙ্গে মানানসই হয়নি। তাই তাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন অনেকে।
তবে সমালোচনার মাঝেও আশাবাদী জাহ্নবী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অবশেষে আমি এমন একটি ছবিতে কাজ করেছি, যেখানে আমার পছন্দের সবকিছু ছিল। এটি আমাকে শিকড়ে ফেরার সুযোগ দিয়েছে। সত্যি বলতে, আমি মালয়ালি নই, আমার মা-ও ছিলেন না। তবে এই চরিত্রটি অর্ধেক তামিল, অর্ধেক মালয়ালি। ছোটবেলা থেকেই আমি এই ভূখণ্ড ও সংস্কৃতির প্রতি আগ্রহী। আমি মালয়ালম সিনেমারও ভক্ত। তাই এই গল্প আমার কাছে ভীষণ মজার এবং ব্যতিক্রমী লেগেছে। এর অংশ হতে পেরে আমি আনন্দিত।”
তুষার জালোটা পরিচালিত এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা। ছবিটি মুক্তি পাবে আগামী ২৯ আগস্ট।
দর্শক-সমালোচকদের প্রতিক্রিয়া যাই হোক না কেন, ‘পরম সুন্দরী’ সিনেমাটি জাহ্নবীর ক্যারিয়ারের জন্য বড় একটি পরীক্ষা হয়ে দাঁড়াচ্ছে। এই ছবিই হয়তো প্রমাণ করবে, তিনি কেবল তারকাসন্তান নন বরং অভিনয় দিয়েও দর্শক টানতে সক্ষম।