ঢালিউডে নতুন সিনেমার ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে অভিনয়শিল্পী কারা থাকবেন, তা নিয়ে তুমুল আলোচনা। শাকিব খান, বুবলী, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও তানজিন তিশা এই নামগুলো ঘুরে বেড়াচ্ছে নতুন দুই সিনেমার আলোচনায়। শোনা যাচ্ছে, শাকিবের নায়িকা হতে চলেছেন তানজিন তিশা, আর সিয়ামের নায়িকা হিসেবে দেখা যাবে নাজিফা তুষিকে।
বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা শাকিব খান চলতি মাসের শেষের দিকে দেশে ফিরবেন। সিনেমার শুটিংয়ের আগে লুক টেস্ট ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সিনেমাটি পরিচালনা করবেন তরুণ বিজ্ঞাপন নির্মাতা সাকিব ফাহাদ। তিনি জানিয়েছেন, প্রি-প্রোডাকশন কাজ চলছে এবং এখনও সকল চরিত্র চূড়ান্ত হয়নি। তবে সূত্রের খবর, শাকিবের নায়িকা হিসেবে তিশা প্রায় চূড়ান্ত।
এর আগে শাকিবের একটি সিনেমার নায়িকাকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল সাবিলা নূরের নাম দিয়ে, যা শেষ পর্যন্ত সত্যি হয়। এবারও ভক্তরা আশা করছেন গুঞ্জন বাস্তবে রূপ নেবে। তানজিন তিশা এখনো কোনো মন্তব্য করেননি।
অন্যদিকে রায়হান রাফী ভৌতিক ঘরানার নতুন সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। সিনেমার নাম ‘আন্ধার’। এতে রহস্য ও প্রতিশোধের গল্প ফুটে উঠবে। সিনেমার গল্প ও চরিত্র নিয়ে পরিচালক এখনো বিস্তারিত প্রকাশ করেননি। চিত্রগ্রাহক সুমন সরকার সম্প্রতি প্রচ্ছদের ছবি পোস্ট করেছেন, যেখানে চঞ্চল চৌধুরীর অংশগ্রহণও ভক্তদের কল্পনা জাগিয়েছে।
পরিচালক সাকিব ফাহাদ বলেছেন, নতুন সিনেমার গল্প বাংলাদেশের, দেশপ্রেম ও বিভিন্ন সামাজিক প্রসঙ্গের ওপর নির্ভরশীল। গুঞ্জনের প্রেক্ষাপটে, শীঘ্রই সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে। এ বছরেই সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে।