Ridge Bangla

নতুন সিনেমায় চুক্তিবদ্ধ শাকিব খান, আসছে ঈদে মুক্তির লক্ষ্য

ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। আসন্ন ২০২৬ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে এই বড় বাজেটের চলচ্চিত্রটি। পরিচালনায় রয়েছেন জনপ্রিয় নির্মাতা আবু হায়াত মাহমুদ।

শুক্রবার (৪ জুলাই) রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেন শাকিব খান। এ সময় উপস্থিত ছিলেন পরিচালক, প্রযোজক ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ।

পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, “এটি হবে একটি লার্জার দ্যান লাইফ অ্যাকশন সিনেমা। ঈদ উপলক্ষে দর্শক যেমন বড় ক্যানভাসের গল্প আশা করেন, আমরা সেটাই উপহার দিতে চাই। শাকিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা আমার জন্য অনেক বড় সম্মান।”

তবে সিনেমার নাম ও পূর্ণাঙ্গ অভিনয়শিল্পীদের তালিকা এখনও প্রকাশ করা হয়নি। নির্মাতারা জানিয়েছেন, পুরো টিম ও কাস্ট সংক্রান্ত তথ্য খুব শিগগিরই জানানো হবে।

সিনেমাটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যান্ড, প্রযোজক শিরিন সুলতানা। গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন এবং চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।

ঈদকে ঘিরে শাকিব খানের অতীতের বেশ কিছু সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। তাই নতুন এই প্রজেক্ট ঘিরে তার ভক্তদের মাঝে আগ্রহ ও কৌতূহল ইতোমধ্যেই চোখে পড়ার মতো।

প্রযোজনা সূত্রে জানা গেছে, শুটিং শিগগিরই শুরু হবে। নির্মাতা ও প্রযোজক জানিয়েছেন, গল্প ও নির্মাণের ক্ষেত্রে কোনো আপস করা হবে না। অ্যাকশন, আবেগ ও দৃষ্টিনন্দন ভিজ্যুয়ালের মিশেলে একটি আকর্ষণীয় সিনেমা উপহার দেওয়াই তাদের লক্ষ্য।

আরো পড়ুন