Ridge Bangla

নতুন সিদ্ধান্তে চাকরিজীবীদের সাথে পেনশনভোগীরাও পাচ্ছেন বিশেষ সুবিধা

আগামী জুলাই থেকে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জন্য বিশেষ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই সুবিধা অন্তর্ভুক্ত করা হয়েছে।

সোমবার (২৩ জুন) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার জানান, সরকারি কর্মচারীদের ন্যূনতম বিশেষ ভাতা ১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা হয়েছে। একইভাবে পেনশনভোগীদের ন্যূনতম বিশেষ ভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যাদের নিট পেনশন ১৭,৩৮৮ টাকা বা তার বেশি, তারা পেনশনের ১০ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। আর যাদের পেনশন এর নিচে, তারা পাবেন ১৫ শতাংশ হারে।

সরকারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সশস্ত্র বাহিনী, বিচার বিভাগ এবং এমপিওভুক্ত শিক্ষকদের জন্য আলাদাভাবে নির্দেশনা জারি করা হবে। এর আগে ৩ জুন এক প্রজ্ঞাপনে জানানো হয়েছিল, গ্রেড ১ থেকে ৯ পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ওপর ১০ শতাংশ এবং গ্রেড ১০ থেকে ২০ পর্যন্ত কর্মচারীরা ১৫ শতাংশ হারে বিশেষ ভাতা পাবেন। তখন কর্মরতদের জন্য ন্যূনতম পরিমাণ নির্ধারিত ছিল ১ হাজার টাকা এবং পেনশনভোগীদের জন্য ৫০০ টাকা।

উল্লেখ্য, ২৩ জুন অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দেওয়া হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন