Ridge Bangla

নতুন সরকারের মন্ত্রীদের জন্য ৬০টি পাজেরো গাড়ি কেনার প্রস্তাব অনুমোদিত

নির্বাচিত সরকারের মন্ত্রী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর জন্য ৬০টি মিতসুবিশি পাজেরো গাড়ি কেনার প্রস্তাব সম্প্রতি অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে। প্রতিটি গাড়ির দাম এক কোটি ৬৯ লাখ টাকা, যার মাধ্যমে মোট ব্যয় হবে প্রায় ১০১ কোটি ৬১ লাখ টাকা।

এছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের জন্য ১৯৫টি পাজেরোসহ মোট ২২০টি গাড়ি ক্রয় করা হবে। সব মিলিয়ে নির্বাচিত সরকার মোট ২৮০টি গাড়িতে প্রায় ৪৪৫ কোটি টাকা ব্যয় করবে। জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমান মন্ত্রীদের ব্যবহৃত গাড়ি ২০১৫-১৬ অর্থবছরে কেনা, যা এখন মেরামত ব্যয়বহুল এবং কার্যকর নয়। নির্বাচনী এলাকা সফর, উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও জরুরি কাজের জন্য এই গাড়িগুলো অপরিহার্য বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

সরকারি যানবাহন অধিদপ্তর প্রক্রিয়া সম্পন্ন করে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা ও সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের অনুমোদন সাপেক্ষে গাড়িগুলো ক্রয় করবে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জন্য ১৯৫টি জিপ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের জন্য ২৫টি মাইক্রোবাসও কেনার পরিকল্পনা রয়েছে।

অর্থ বিভাগ নতুন গাড়িগুলোর জন্য শর্ত জুড়েছে। প্রতিস্থাপক হিসেবে কেনা গাড়ি ব্যবহারযোগ্য না হলে বিআরটিএ অনুমোদন আবশ্যক। এছাড়া সরকারি ক্রয় প্রক্রিয়া পাবলিক প্রকিউরমেন্ট আইন ও বিধিমালা অনুসারে হবে।

টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, কেন অন্তর্বর্তী সরকার নতুন সরকারের গাড়ি কেনার সিদ্ধান্ত নিচ্ছে। তিনি বলেন, “এ সিদ্ধান্ত বাতিল করা উচিত, এটি বর্তমান সরকারের ম্যান্ডেট নয়।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন