Ridge Bangla

নতুন লুকে শাকিব খান, শুটিং শুরু হলো ‘সোলজার’ সিনেমার

জনপ্রিয় চলচ্চিত্র তারকা শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘সোলজার’-এর শুটিং আজ রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে রাজধানীতে শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে খবর, সিনেমাটির শুটিং এখন পুরোদমে চলছে।

দেশপ্রেম, মানবিক আবেগ এবং অ্যাকশনভিত্তিক গল্পে নির্মিত এই সিনেমায় শাকিব খানকে এক ভিন্নধর্মী চরিত্রে দেখা যাবে। সিনেমার গল্পে উঠে এসেছে একজন দায়িত্বশীল সেনা কর্মকর্তার জীবন, তার লড়াই, ত্যাগ এবং সংকট মোকাবেলার চিত্র। শাকিব খান এই চরিত্রে অভিনয় করে দর্শকদের সামনে এক নতুন রূপ হাজির করতে চলেছেন।

শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শিগগিরই তিনি শুটিংয়ে যোগ দেবেন। এছাড়াও সিনেমাটিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।

‘সোলজার’ শাকিব খানের দীর্ঘদিন পর নতুন লুকে এবং ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করার সুযোগ করে দিচ্ছে। নির্মাতারা জানিয়েছেন, সিনেমাটি মুক্তির লক্ষ্যে এখন পুরোপুরি কাজ চালানো হচ্ছে। শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ‘তাণ্ডব’, যা কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছিল।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৫

আরো পড়ুন