এ বছর মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে নজিরবিহীন সাফল্য এনে দিল মোহনলাল অভিনীত ‘এল টু: এমপুরান’। ২৭ মার্চ মুক্তি পাওয়া ছবিটি মাত্র ১০ দিনের মধ্যেই ২৫০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করেছে। মুক্তির মাত্র তিন দিনের মধ্যেই এটি ১০০ কোটির ঘর পার করেছিল—যা মালয়ালম চলচ্চিত্র ইতিহাসে এই প্রথম।
তবে এই ঐতিহাসিক সাফল্যের পাশাপাশি সিনেমাটি রাজনৈতিক বিতর্কেও জড়িয়ে পড়ে। বিজেপি ও আরএসএস নেতারা আপত্তি জানানোর পর ছবিটিকে পুনরায় সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন-এর কাছে উপস্থাপন করা হয়। এরপর নতুন করে ১৭টি দৃশ্য বাদ দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
বিতর্কের কেন্দ্রে ছিল ভারতের গুজরাটে ২০০২ সালের ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গার (গুজরাট রায়টস) কিছু দৃশ্য, যা সিনেমার অংশ হিসেবে উঠে আসে। এই অংশগুলোর কারণেই রাজনৈতিক মহলে সমালোচনার মুখে পড়ে ‘এমপুরান’।
তবে বিতর্ক সিনেমাটির জনপ্রিয়তায় ছায়া ফেলতে পারেনি। এক প্রতিবেদনে বলা হয়েছে, এখনো সিনেমা হলে ‘এমপুরান’ দেখতে দর্শকের বিপুল ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ধারণা করা হচ্ছে, এটি মালয়ালম চলচ্চিত্র ইতিহাসে প্রথম ৩০০ কোটির ঘর পার করা সিনেমা হতে পারে।
‘এমপুরান’ পরিচালনা করেছেন পৃথ্বীরাজ সুকুমারণ। এটি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ‘লুসিফার’-এর সিকুয়েল। জানা গেছে, এমপুরানের বাজেট ছিল প্রায় ১৮০ কোটি রুপি।