Ridge Bangla

নতুন রূপে ঋতুপর্ণা

দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী ও প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় ও প্রযোজনার গণ্ডি পেরিয়ে এবার হাজির হচ্ছেন নৃত্যানুষ্ঠানের এক অনন্য আয়োজন নিয়ে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট কলকাতার কলামন্দিরে অনুষ্ঠিত হবে তার প্রযোজনা সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ পরিচালিত বিশেষ অনুষ্ঠান ‘এন ইভিনিং অফ রিদিম অ্যান্ড রাগা’।

অনুষ্ঠানে থাকছে রবীন্দ্রনৃত্য ও ধ্রুপদীনৃত্যের এক অভিনব মিশেল, যা দর্শকদের জন্য এক অনন্য শিল্পানুভূতি বয়ে আনবে। ঋতুপর্ণা জানান, “এই অনুষ্ঠানে অংশ নিতে পেরে আমি আনন্দিত। তাবড় ধ্রুপদী শিল্পীরা এই আয়োজনকে সমৃদ্ধ করছেন। ছন্দ ও ধ্রুপদী রাগকে মাথায় রেখে নৃত্য পরিকল্পনা করেছি, আশা করি দর্শক ভালো লাগবে।”

বিশেষ আকর্ষণ হিসেবে থাকবেন সেতারবাদক উস্তাদ শাহীদ পারভেজ ও তবলাবাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়, যারা একসঙ্গে উপহার দেবেন ধ্রুপদী সঙ্গীতের বিরল অভিজ্ঞতা। এছাড়া সুপ্রিয় গাঙ্গুলির ধ্রুপদী সঙ্গীত পরিবেশন ও ডি সুব্রতের তবলার সঙ্গতি অনুষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে।

অভিনেত্রী হিসেবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘গুডবাই মাউন্টেন’-এর পর ঋতুপর্ণা এখন ব্যস্ত নতুন সিনেমা ‘বেলা’র প্রচারণায়। এর পাশাপাশি তার সংস্থা ‘ভাবনা আজ ও কাল’ চলচ্চিত্র ও শিল্পীদের সহায়তায় নানা প্রজেক্টে কাজ করে যাচ্ছে। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই সাংস্কৃতিক সন্ধ্যায় ছন্দ ও রাগের মেলবন্ধনে দর্শকরা উপভোগ করবেন এক অবিস্মরণীয় শিল্পযাত্রা।

আরো পড়ুন