বিশ্বের অন্যতম শীর্ষ ধনী এবং টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক এবার রাজনীতির মাঠে নামার ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে মাস্ক নতুন একটি রাজনৈতিক দল গঠনের চিন্তা করছেন বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি দেশের ব্যয় সংক্রান্ত একটি বিলকে ঘিরে দুইজনের মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রেসিডেন্ট ট্রাম্প ওই বিলটিকে বিশেষ ক্ষমতার বলে আইনে পরিণত করেন, যা ইলন মাস্কের অপছন্দ। এর প্রতিবাদেই মাস্ক হোয়াইট হাউসের একটি পরামর্শক দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানা গেছে।
শুক্রবার নিজের মালিকানাধীন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (পূর্বে টুইটার) মাস্ক এক পোস্টে বলেন, “আমার দল যদি কয়েকটি আসন জিততে পারে এবং বড় দুই দলের মধ্যে ব্যবধান কম থাকে, তবে আমরা কংগ্রেসে ভারসাম্য বজায় রাখতে পারব।” এই ঘোষণাকে অনেকেই একটি নতুন রাজনৈতিক শক্তি গঠনের স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখছেন।
যুক্তরাষ্ট্রের বর্তমান দ্বিদলীয় (ডেমোক্র্যাট-রিপাবলিকান) ব্যবস্থায় মাস্কের নেতৃত্বে একটি তৃতীয় শক্তির আবির্ভাব বড় প্রভাব ফেলতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। কারণ মাস্কের রয়েছে বিপুল অর্থসম্পদ, টেক ইন্ডাস্ট্রিতে বিশাল প্রভাব এবং সোশ্যাল মিডিয়া কৌশল।
তবে তিনি দলটির নাম বা আনুষ্ঠানিক পরিকল্পনা এখনও জানাননি। রাজনৈতিক অঙ্গনে এমন একটি উদ্যোগ বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হবে তা নিশ্চিতভাবেই বলা যায়।