Ridge Bangla

নতুন মৌলিক গান নিয়ে আসছেন বাবলী

এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী বাবলী আসছেন নতুন মৌলিক গান নিয়ে। মূলত স্টেজ শো নিয়েই ব্যস্ত থাকলেও এবার নতুন কিছু গানের মাধ্যমে শ্রোতাদের সামনে নিজেকে নতুনভাবে উপস্থাপন করতে চলেছেন তিনি।

সম্প্রতি কণ্ঠশিল্পী মাহতিম শাকিবের সঙ্গে একটি দ্বৈত গানসহ তিনটি মৌলিক গান এবং তিনটি জনপ্রিয় গানকে নতুনভাবে কভার করে রেকর্ডিং শেষ করেছেন বাবলী। বর্তমানে চলছে এসব গানের মিউজিক ভিডিও নির্মাণের কাজ।

বাবলী জানান, মাহতিম শাকিবের সঙ্গে করা দ্বৈত গানটির সুর ও সংগীতায়োজন করেছেন এপি শুভ। গানটির ভিডিওর কাজ শেষ হলেই তা প্রকাশ করা হবে। দীর্ঘদিন নতুন কোনো গান প্রকাশ না করায় এবার শ্রোতাদের সামনে নতুন স্বরে হাজির হতে চান তিনি।

এর আগে বাবলীর কণ্ঠে সর্বশেষ প্রকাশিত গান ছিল ‘শ্যাম কালিয়া’, যার কথা ও সুর করেছিলেন অনিক রায়হান।

নিজের সংগীত যাত্রা প্রসঙ্গে বাবলী বলেন, “আমার বাবা মাস্টার বাবু একজন গানের ওস্তাদ। বাবার হাত ধরেই গানের ভুবনে পথচলা। এখন গানই আমার ধ্যান-জ্ঞান।”

তিনি আরও বলেন, “মাহতিম শাকিবের সঙ্গে করা গানটি খুব শিগগিরই প্রকাশ পাবে। এরপর একে একে বাকি গানগুলোরও ভিডিও প্রকাশ করা হবে। নতুন দুটি মৌলিক গানে শ্রোতারা আমার নতুন রূপ দেখতে পাবেন। আর কাভার সংগুলো জনপ্রিয় গানগুলোকেই নতুন সুরে ও ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে।”

রাজধানীর উত্তরা লিবার্টি ক্লাবসহ বিভিন্ন মঞ্চে পারফর্ম করে এরই মধ্যে বাবলী দর্শকের মন জয় করেছেন। এবার নতুন গানগুলো নিয়েও তিনি বেশ আশাবাদী।

আরো পড়ুন