Ridge Bangla

নতুন মামলায় আনিসুল, সালমান, পলকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখানোর আদেশ

ঢাকার যাত্রাবাড়ী থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি ব্যক্তিদের গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার (৯ জুলাই) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন।

সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার ও কাশিমপুর কারাগার থেকে আনিসুল হক, সালমান এফ রহমান, দীপু মনি, আমির হোসেন আমু, জুনাইদ আহ্মেদ পলক, কাজী মনিরুল হক, জাহাঙ্গীর আলম, শহীদুল হক এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে আদালতের হাজতখানায় হাজির করা হয়।

রাতভর ভারি বর্ষণের পর সকাল ১০টার দিকে বৃষ্টি কমলে তাঁদের আদালতকক্ষে তোলা হয়। এরপর যাত্রাবাড়ী থানায় হওয়া পৃথক হত্যা মামলাগুলোর বিষয়ে রাষ্ট্রপক্ষ আদালতের কাছে অভিযুক্তদের গ্রেপ্তার দেখানোর আবেদন জানায়। আদালত শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনার সরকার পতনের সঙ্গে সঙ্গেই বিভিন্ন মামলায় শীর্ষ পর্যায়ের এই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি।

পরবর্তীতে তাঁদের বিরুদ্ধে রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় দায়ের হওয়া মামলাগুলোর ভিত্তিতে একে একে গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলার অধিকাংশেই আদালত তাঁদের একাধিকবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন