জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শাকিলা পারভীন এবার দেখা দিচ্ছেন নতুন একটি বিজ্ঞাপনে। ‘ক্রিয়েটিভ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’-এর জন্য নির্মিত এই বিজ্ঞাপন পরিচালনা করেছেন মো. সামছুল হুদা। গত ২৯ জুন শুটিং সম্পন্ন হয়েছে এই বিজ্ঞাপনটির।
পরিচালক সামছুল হুদার সঙ্গে এর আগেও একটি গানের মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন শাকিলা। সেই অভিজ্ঞতা স্মরণ করে শাকিলা বলেন, “সামছু ভাই খুব শান্ত, নিখুঁত এবং মেধাবী পরিচালক। তার ইউনিট এতটাই গুছানো যে, কাজের সময়টাই আনন্দময় হয়ে ওঠে। বিজ্ঞাপনের কাজটিও তেমনই উপভোগ্য ছিল। আশা করি, প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।”
২০১৮ সালে ‘তোর মন পাড়ায়’ গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে আত্মপ্রকাশ করে শাকিলা ব্যাপক পরিচিতি পান। এরপর মিউজিক ভিডিও ছাড়াও নাটক ও বিজ্ঞাপনে কাজ শুরু করেন। সম্প্রতি ঈদে প্রচারিত সাজিন আহমেদ বাবুর নাটক ‘অশিক্ষিত এমডি’-তে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করে প্রশংসিত হন তিনি। এর আগে মেহেদী রনি পরিচালিত ‘সেইম সেইম বাট ডিফারেন্ট’ নাটকেও মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছিলেন।
এছাড়া ‘নগদ’, ‘শরীফ মেলামাইন’, ‘প্যারাসুট’, ‘আনোয়ার সিমেন্ট’, ‘ওপপো’, ‘ইয়ামাহা বাইক’সহ একাধিক প্রতিষ্ঠিত ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেছেন শাকিলা পারভীন। নাটক, মিউজিক ভিডিও এবং বিজ্ঞাপন – প্রতিটি মাধ্যমেই তিনি নিজের দক্ষতা এবং পরিচিতি ক্রমশ বাড়িয়ে নিচ্ছেন।
এই নতুন বিজ্ঞাপনটি নিয়েও তার ভক্ত-অনুরাগীদের মাঝে রয়েছে ব্যাপক আগ্রহ।