নতুন প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্নুর শপথগ্রহণের দিনে বাজেট কাটছাঁটবিরোধী বিক্ষোভে অগ্নিগর্ভ হয়ে উঠেছে ফ্রান্স। ব্লক্যো তু নামের তৃণমূল আন্দোলনের ডাকে বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে রাজধানী প্যারিসসহ মার্সেই, বোর্দো ও মন্টপেলিয়েতে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।
এসময় বিক্ষোভকারীরা সড়ক অবরোধ, ডাস্টবিনে অগ্নিসংযোগ, অবকাঠামো ও শিক্ষাপ্রতিষ্ঠান অচল করে দেয়। রেনেতে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে, তুলুজের কাছে বিদ্যুতের তার ছিঁড়ে ফেলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো জানান, দুপুরের মধ্যে বিক্ষোভকারী ২৫০ জনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে।
প্যারিসের গার দ্য নর রেলস্টেশনের বাইরে মুখোশধারী এক হাজারের বেশি বিক্ষোভকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। এসময় পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিক্ষোভে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও নতুন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে জোরালো স্লোগান দিতে দেখা যায়। আন্দোলনে অংশ নেওয়া অনেকের হাতে গাজা যুদ্ধবিরোধী পোস্টারও ছিল।
বামপন্থীরা এই আন্দোলনে সরাসরি সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা দাবি জানিয়েছে, ধনীদের ওপর বাড়তি কর, সরকারি সেবায় বিনিয়োগ বৃদ্ধি, বাড়িভাড়া স্থগিতকরণ এবং প্রেসিডেন্ট ম্যাক্রোঁর পদত্যাগ। আন্দোলনকারীরা অভিযোগ করেছে, ৪৪ বিলিয়ন ইউরোর বাজেট কাটছাঁট সাধারণ জনগণকে অস্থিরতা, অপমান ও দুর্ভোগে ফেলেছে।