দেশের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান পেশাদার জীবনে নতুন পরিচয়ে হাজির হচ্ছেন। দীর্ঘদিন উপস্থাপনার পাশাপাশি মাঝে মাঝে অভিনয় করলেও উপস্থাপিকা হিসেবেই তিনি মূল সাফল্য অর্জন করেছেন। সেই সাফল্যের সুবাদে তিনি বহুবার বিদেশ সফর করেছেন, যার মধ্যে লন্ডন অন্যতম।
এবার লন্ডনভিত্তিক একটি শিক্ষা পরামর্শক প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেয়েছেন শান্তা জাহান। বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে প্রতিষ্ঠানটির লোগোসহ একটি প্রচারপত্র শেয়ার করে তিনি এ সুখবর জানান। প্রতিষ্ঠানটির বাংলাদেশ শাখা রয়েছে সিলেটের জিন্দাবাজার মিলেনিয়াম শপিং মলে।
শান্তা জাহান বলেন, “কিছুদিন ধরে প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছিল। অবশেষে আমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হলাম। একজন উপস্থাপিকা হিসেবে আমাকে নানা বিষয়ে জ্ঞান রাখতে হয়। এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিয়ে নানা পরামর্শ দেবো।”
তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানের সহায়তায় শিক্ষার্থীরা যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া এবং ইউরোপের বিভিন্ন দেশে সহজে পড়াশোনার সুযোগ পাবে। বিশেষ করে ফ্রান্স, মাল্টা, সাইপ্রাস ও হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য প্রতিষ্ঠানটি দারুণ সুযোগ দিচ্ছে।
বর্তমানে স্টেজ শো কম হওয়ায় শান্তার ব্যস্ততা কিছুটা কমেছে, তবে টেলিভিশনে নিয়মিত শো করছেন। নাটকে অভিনয়ের ইচ্ছে থাকলেও আপাতত বড় কোনো প্রকল্পে যুক্ত হচ্ছেন না। তবে ভালো গল্পের সিনেমায় অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।