Ridge Bangla

নতুন পরিচয়ে ফিরছেন পপি

দীর্ঘদিন পর নতুন উদ্যোগে চলচ্চিত্র জগতে ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী পপি। কয়েক বছর ধরে ব্যক্তিগত জীবন ও পারিবারিক বিরোধ নিয়ে মিডিয়ার আলোচনায় আসা এই নায়িকা এবার স্পষ্ট জানালেন, তিনি অভিনয়ে নয়, নতুন পরিচয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করবেন—প্রযোজক হিসেবে।

পপি বলেন, “অভিনয়ে আর ফিরব না, এটা পুরোপুরি নিশ্চিত। তবে পূর্বের কয়েকটি কাজ শেষ করব। এরপর নিজের মতো করে ফিরব। আমি সিনেমা প্রযোজনা করব। এটি আমার নতুন সিদ্ধান্ত নয়, আগে কিছু ছবি প্রযোজনা করেছি। এখন ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত হতে পারলে আরও ভালো লাগবে।”

তিনি জানান, দীর্ঘ অভিনয়জীবনের অভিজ্ঞতা তার চলচ্চিত্রের প্রক্রিয়াকে ভালোভাবে বোঝার সুযোগ দিয়েছে। “ফিল্মের লাইনটা আমার পুরোপুরি জানা। আশা করি, প্রযোজক হিসেবে ফিরলে ভালো ফল পাব। ‘কিডন্যাপ’ ছাড়া ‘জীবন মানেই যুদ্ধ’সহ আরও দুটি ছবির প্রযোজনা করেছি। তাই এবার প্রযোজক হিসেবেই আমার সিনেমায় ফেরার ইচ্ছা।”

পপির পূর্বের প্রযোজনা কাজ পরিচালনা করেছিলেন মনোয়ার খোকন, কিন্তু বাণিজ্যিক দিক থেকে লাভজনক হয়নি। অভিনেত্রী জানান, “সেই প্রজেক্টে ২০ লাখ টাকা লোকসান গুনতে হয়েছে। তবে এই অভিজ্ঞতা এখন নতুন উদ্যোগে সাহায্য করবে।”

অভিনয় থেকে সরলেও চলচ্চিত্র জগতে নিজের স্থান ধরে রাখতে চান পপি। প্রযোজনার মাধ্যমে নতুন গল্প, নতুন প্রজেক্ট এবং সৃজনশীল কাজের দিকে মনোযোগী হয়ে ফিরবেন তিনি। তার এই সিদ্ধান্ত টালিউডে নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে অনেকে আশা করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ২৩

আরো পড়ুন