Ridge Bangla

নতুন নীতিমালায় শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগ পরীক্ষা ডিসির অধীনে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মচারী (নন-টিচিং স্টাফ) নিয়োগে নতুন নীতিমালা তৈরি করেছে সরকার। এই নীতিমালার আওতায় নিয়োগ পরীক্ষাসহ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালিত হবে জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে এবং সার্বিক তদারকি করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মিজানুর রহমানের কক্ষে আয়োজিত এক সভায় নতুন এই নীতিমালার অনুমোদন দেওয়া হয়। সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, দীর্ঘদিন ধরেই বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। নিয়োগ পেতে ম্যানেজিং কমিটিকে ঘুষ দিতে হয় ৮ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত। এসব অনিয়ম বন্ধ করতে কেন্দ্রীয়ভাবে নিয়োগ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রক্রিয়ায়, নিয়োগের শর্তে কোনো পরিবর্তন আনা হয়নি। এমপিও নীতিমালার শর্ত অনুযায়ীই নিয়োগ হবে। তবে পদ্ধতিগতভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার আদলে এই কার্যক্রম পরিচালিত হবে। অর্থাৎ, পরীক্ষাসহ সব কার্যক্রম ডিসির অধীনে এবং মাউশির তদারকিতে সম্পন্ন হবে।

জানা গেছে, গত ২৮ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের কাছে একটি প্রস্তাব পাঠায় পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। ওই প্রস্তাবে প্রতিষ্ঠানপ্রধান, সহকারী প্রধান ও অধ্যক্ষ নিয়োগে এনটিআরসিএ-র ভূমিকা এবং নন-টিচিং স্টাফ নিয়োগ ম্যানেজিং কমিটির পরিবর্তে ডিসি বা মাউশির মাধ্যমে পরিচালনার সুপারিশ করা হয়। অবশেষে এই প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রণালয়।

আরো পড়ুন