Ridge Bangla

নতুন নাটকে আসছেন আইনা আসিফ

মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানি নাটকের জগতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন তরুণ অভিনেত্রী আইনা আসিফ। তার অভিনীত ধারাবাহিক ‘পারওয়ারিশ’ শুরুর পর থেকেই দর্শকের মন জয় করেছে। বিশেষ করে মায়ার চরিত্রে তার প্রাণবন্ত অভিনয় এবং সহশিল্পী সামার আব্বাস জাফরির সঙ্গে দারুণ রসায়ন দর্শক ও সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে।

‘পারওয়ারিশ’-এর সাফল্যের পর এবার আইনা আসিফকে দেখা যাবে ‘হাম টিভি’র একটি দীর্ঘ ফরম্যাটের নতুন নাটকে। এতে তার সহশিল্পী হিসেবে থাকছেন জনপ্রিয় অভিনেতা আহমেদ রফিক এবং অভিনেত্রী মালিকা কুইল। নাটকটির শুটিং বর্তমানে পুরোদমে চলছে। নির্মাতাদের আশা, শিগগিরই এটি পাকিস্তানের শীর্ষস্থানীয় ড্রামা চ্যানেলের ইউটিউব স্লটে ‘পারওয়ারিশ’-এর জায়গা করে নেবে।

সম্প্রতি শুটিং সেট থেকে আহমেদ রফিকের সঙ্গে একটি মিরর সেলফি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন আইনা। ছবিটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে মজা করে তিনি লিখেছেন, “এর ঠিক আগে তুমুল ঝগড়া হয়ে গেল।” এই রসিকতা ভক্তদের মাঝে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

বর্তমানে দর্শকদের নজর রয়েছে ‘পারওয়ারিশ’-এর ফাইনাল পর্বে। এরপরই প্রকাশ পাবে আইনার নতুন চরিত্র ও নাটকের পূর্ণাঙ্গ রূপ। ভক্তরা অপেক্ষা করছেন, নতুন এই কাজ দিয়ে আইনা আসিফ তার পূর্ববর্তী সাফল্যকে ছাড়িয়ে যেতে পারেন কি না।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন