Ridge Bangla

নতুন চুলের সাজে দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল নেইমারের

ব্রাজিলের সেরা তারকা নেইমার। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল—কোনটাতেই দীর্ঘদিন খেলার মধ্যে ছিলেন না। খেলবেই বা কী করে? একের পর এক চোটে লম্বা সময়ের জন্য অনুপস্থিত থাকতে হয়েছে তাকে। খেলায় ফিরলেও পাচ্ছিলেন না পুরোনো ছন্দ।

অবশেষে সেরা ছন্দে দেখা গেলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। দীর্ঘ প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি। ব্রাজিলের সেরি আ-তে একটি স্মরণীয় রাতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা।

সোমবার (৪ আগস্ট) রাতে ব্রাজিলিয়ান সেরি আ’র ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সন্তোষ। জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সন্তোষের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল। দ্বিতীয়ার্ধে রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি। এটি ছিল দুই বছরেরও বেশি সময় পর তার প্রথম জোড়া গোল।

২০২২ সালের আগস্টের পর এই প্রথম তিনি টানা পাঁচটি ম্যাচে প্রথম একাদশে শুরু করলেন। ৩৩ বছর বয়সী এই ফুটবলার ইনজুরির কারণে দীর্ঘদিন কঠিন সময় পার করেছেন। ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে এক ম্যাচে তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যায়। এই চোট তাকে কয়েক মাস মাঠের বাইরে রাখে এবং ব্রাজিলের জাতীয় দল থেকেও দূরে থাকতে হয়।

শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।

আরো পড়ুন