Ridge Bangla

নতুন কুঁড়ি’র চূড়ান্ত বাছাই ১৪ অক্টোবর থেকে শুরু

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জনপ্রিয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি’ এবার পৌঁছেছে চূড়ান্ত বাছাই পর্বে। দেশের ৮টি বিভাগের বিভাগীয় পর্যায়ের অডিশন শেষে শুরু হচ্ছে প্রতিযোগিতার মূল পর্বের বাছাই। আগামী ১৪ অক্টোবর থেকে শুরু হয়ে এই পর্ব চলবে ২১ অক্টোবর পর্যন্ত।

বিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে, চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্র, রামপুরা-তে। বিভাগীয় পর্যায়ে প্রতিটি শাখার প্রতিটি বিষয়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৫ জন করে প্রতিযোগী অংশগ্রহণের সুযোগ পাবেন এই চূড়ান্ত পর্বে। তবে কোনো বিষয়ে একাধিক প্রতিযোগীর নম্বর সমান হলে, তারা প্রত্যেকেই অংশ নিতে পারবেন। বিভাগীয় পর্যায়ের ফলাফল ইতোমধ্যে বিটিভির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি উত্তীর্ণ প্রতিযোগীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানানো হবে অডিশনের তারিখ ও সময়। প্রতিযোগীদের অডিশনে অংশ নিতে অবশ্যই সঙ্গে আনতে হবে ‘ইয়েস কার্ড’।

বিটিভি কর্তৃপক্ষ জানিয়েছে, এ সংক্রান্ত সকল তথ্য বিটিভির স্ক্রল প্রচারেও জানানো হবে, যাতে কোনো প্রতিযোগী তথ্য থেকে বঞ্চিত না হন। চূড়ান্ত বাছাই পর্ব শেষে নির্বাচিত বিজয়ীরা পর্যায়ক্রমে সেরা দশ, গ্রুমিং এবং ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করবেন।

১৯৭৮ সালে প্রথম শুরু হওয়া ‘নতুন কুঁড়ি’ দেশের সাংস্কৃতিক আন্দোলনের একটি ঐতিহ্যবাহী প্রতিযোগিতা, যা থেকে উঠে এসেছে বহু জনপ্রিয় তারকা ও গুণী শিল্পী। এবারের আয়োজন নিয়েও শিশু-কিশোরদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও আগ্রহ দেখা যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৮

আরো পড়ুন