তৃতীয়বারের মতো প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলার হলেন লিভারপুলের মিশরীয় তারকা মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে তিনবার এই পুরস্কার জিতে নতুন কীর্তি গড়লেন তিনি।
লিভারপুলের সফল মৌসুমে বড় অবদান রেখে সালাহ যোগ করলেন নতুন সাফল্য। প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) কর্তৃক দেওয়া বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে তিনি ছুঁয়েছেন আরেকটি মাইলফলক।
বর্ষসেরার দৌড়ে ছিলেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যালেক্সজান্ডার আইজ্যাক, ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রুনো ফার্নান্দেজ, লিভারপুলের আর্জেন্টাইন মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার, চেলসির কোল পালমার এবং আর্সেনালের ডেক্লান রাইস।
গত মৌসুমে লিভারপুলকে শিরোপা জেতানোর পথে ২৯ গোলের সঙ্গে ১৮টি অ্যাসিস্ট করে সর্বোচ্চ গোলদাতা হন সালাহ। এর সুবাদে তিনি প্রিমিয়ার লিগের বর্ষসেরা ফুটবলারের পাশাপাশি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জিতে নেন।
মঙ্গলবার ম্যানচেস্টারের অপেরা হাউসে আয়োজিত অনুষ্ঠানে সালাহর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে ২০১৭-১৮ ও ২০২১-২২ মৌসুমেও পিএফএ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছিলেন তিনি।
পিএফএ-এর বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার জিতেছেন অ্যাস্টন ভিলার মরগান রজার্স। আর চ্যাম্পিয়নশিপের সেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ম্যানসিটিতে যোগ দেওয়া গোলরক্ষক জেমস ট্রাফোর্ড।
পুরস্কার হাতে নিয়ে সালাহ বলেন, “আমি যখন নিজেকে দেখি… মিশর থেকে উঠে এসে ইউরোপের শীর্ষ পর্যায়ে খেলা এবং আজ ইতিহাস গড়া… এটা আমাকে গর্বিত করে।”