জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিদ্রোহী কবির সাহিত্য, সংগীত ও স্মৃতিকে কেন্দ্র করে সাজানো হয়েছে নানা ধারার এই আয়োজন।
সকাল ৯টায় শুরু হবে শিশুতোষ অনুষ্ঠান ‘দুরন্ত নজরুল’, যেখানে শিশু একাডেমির ক্ষুদে শিল্পীদের পরিবেশনায় থাকবে গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটিকা ‘কানামাছি’। উপস্থাপনায় থাকবেন চরা ও আরশ।
বিকেল ৪টা ০৫ মিনিটে প্রচারিত হবে নজরুলের স্মৃতিময় স্থানভিত্তিক একটি প্রামাণ্য অনুষ্ঠান। এরপর বিকেল ৫টা ৩৫ মিনিটে থাকবে নজরুলের গান ও কবিতার উপর ভিত্তি করে নির্মিত গীতি-নৃত্যানুষ্ঠান।
সন্ধ্যা ৬টায় প্রচারিত হবে একটি আলোচনা অনুষ্ঠান, আর ৭টায় থাকছে নজরুলের কবিতা নিয়ে বিশেষ আবৃত্তি পর্ব।
রাত ৮টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘গানের মালা’, যেখানে দেশের বরেণ্য শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করবেন। উপস্থাপনায় থাকবেন ফেরদৌস আরা, সংগীত পরিচালনায় এ কে আজাদ মিন্টু।
রাত ১০টায় প্রচারিত হবে আলেখ্যানুষ্ঠান ‘সব্যসাচী নজরুল’, যেখানে গান, কবিতা ও নৃত্যের সম্মিলনে তুলে ধরা হবে নজরুলের কর্ম ও জীবনদর্শন। উপস্থাপনায় রয়েছেন রিয়াংকা গোপ।
জাতীয় কবির আদর্শ, সাহিত্য ও কণ্ঠের জাগরণে বিটিভির এই বৈচিত্র্যময় অনুষ্ঠানমালা নতুন প্রজন্মকে দেবে শ্রদ্ধা ও প্রেরণার অনন্য উপলব্ধি।