Ridge Bangla

নজরদারি প্রযুক্তি ব্যবহারে তদন্তে তিন সদস্যের কমিটি

নজরদারি প্রযুক্তির সংগ্রহ ও ব্যবহার খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারীকে এই কমিটির আহ্বায়ক করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

কমিটির সদস্য হিসেবে আছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। আগামী তিন মাসের মধ্যে তারা সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিটি নজরদারি প্রযুক্তি কেনার পটভূমি অনুসন্ধান করবে। সেই সঙ্গে প্রযুক্তির অপব্যবহার হয়ে থাকলে তার দায়দায়িত্ব নিরূপণ করবে। পাশাপাশি সরঞ্জামগুলোর যৌক্তিক ব্যবহার, প্রযোজ্য আইনসমূহ সময়োপযোগী করার প্রস্তাব এবং ভবিষ্যতে অপব্যবহার রোধে করণীয় বিষয়ে সুপারিশ করবে।

প্রয়োজনে কমিটিতে অতিরিক্ত সদস্য অন্তর্ভুক্ত করা যাবে এবং প্রয়োজন অনুসারে সভা অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। এছাড়া কমিটি প্রয়োজনে সংশ্লিষ্ট স্থাপনা ও অফিস পরিদর্শন করতে পারবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্যও চাইতে পারবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন