Ridge Bangla

নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

নওগাঁর পোরশা উপজেলার রোদগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ইব্রাহিম (৪০) নামের এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে নিতপুর ইউনিয়নের ২২৬ নম্বর পিলার সংলগ্ন সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম ওই গ্রামের সৈয়দ মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা মতিউর রহমান জানান, সকালে গরু চরাতে সীমান্তে গেলে ভারতের আগ্রাবাদ বিএসএফ ক্যাম্পের সদস্যরা ইব্রাহিমকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুপুর পর্যন্ত মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি।

বিজিবি নিতপুর ক্যাম্পের ইনচার্জ সুবেদার মাহফুজ আলম বলেন, “নিতপুর সীমান্তের ২২৬ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।” তবে তিনি জানান, বিএসএফ গুলি চালানোর বিষয়টি এখনো অস্বীকার করছে।

ঘটনাস্থলে সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার ও স্থানীয়দের আহাজারিতে শোকের ছায়া নেমেছে পুরো গ্রামে। স্থানীয়রা আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে বিএসএফের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তারা দ্রুত মরদেহ ফেরত দেওয়ার পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে বৈঠকের সময় এখনো নির্ধারণ হয়নি।

স্থানীয়দের অভিযোগ, সীমান্ত এলাকায় প্রায়ই বিএসএফের গুলিবর্ষণের ঘটনা ঘটছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা এ বিষয়ে সরকারের কার্যকর হস্তক্ষেপ চেয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন